মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
Logo
alo

সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে

Journalist Name

Journalist Name

প্রকাশিত: 14 April, 2025, 06:42 PM

alo
alo

জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান।

মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হার্ট অ্যাটাক করেন এই গায়ক। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হায়দার হোসেনের স্ত্রী নুসরাত জাহান জানান, এই গায়ক অনেকদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসা নিয়ে তাই ডাক্তার একটি চিন্তায় আছেন। ৮ জুন দুপুরে মেডিকেল বোর্ড হায়দার হোসেনের চিকিৎসার বিষয়ে জরুরি বৈঠক করে। সেখানেই সিদ্ধান্ত হয় এই গায়কের এনজিওগ্রাম করানো হবে।

হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করলেও ১৯৭৯ সাল থেকে সংগীত পেশার সঙ্গে যুক্ত। পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করতেন তিনি। এক সময় হায়দার হোসেন নিজেই বেশ খ্যাতি পান। তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য ’৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘ফাইসা গেছি’ , ‘আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া’ প্রভৃতি।

alo
alo
alo